কবিতার নামঃ- মৃত্যুজয়ী বেজবাবা।
লিখেছেনঃ- আমিনুল ইসলাম রিপন।
আমিও একদিন বেজ'বাবার মতো সুস্থ হয়ে উঠব। সেদিন সব রোগ মুক্ত হবে দেহ থেকে নির্বিশেষে, নির্বিঘ্নে চলব আমি পথ ছেয়ে গলা ছেড়ে গাইব আবার আমি গান আনমনে নিশপ্রাণ নগরীতে এক রাশ ল্যাম্পপোস্ট এর আলোতে দেখা পাব আমি আবার আঁধার কাটিয়ে জীবনমঞ্চে, রাঙিয়ে উঠবে জীবন আপন দৃষ্টিতে মমতায় ঘেরা এ জীবন।
চার দেয়ালের আধাঁর আমায় চিনিয়ে নিতে চেয়েছিলো এ জগৎ থেকে আমার সত্তার অন্তরালে অন্তিম এ মায়া ছেড়ে। আজও আমি বেঁচে আছি বেঁচে থাকার সুদৃঢ়--প্রত্যয় ব্যক্ত করে। চলতে হবে জীবন যুদ্ধে সংগ্রাম ছেড়ে নয়, সংগ্রাম দিয়েই এই জীবন গড়ে তুলতে হবে যুদ্ধরত বিধ্বস্ত জীবন থেকে রক্ত হানিয়ে আনিবে জীবন এ জীবন যেন হয় মহাকালের শ্রেষ্ঠ জীবন। মুক্ত মঞ্চে গাইবে গান গলায় মেলাবে শত প্রাণ দেখবে তুমি সম্ভাবনা অসম্ভাবনার অন্তরালে সব দুঃখ ভুলে গিয়ে তুমিও হবে মৃত্যুজয়ী বেজবাবা।
মন্তব্যঃ- এই কবিতাটি আমি বেজবাবা সুমনকে উৎসর্গ করে লিখলাম। আমি প্রতিনিয়ত আইবিএস নামক মারাত্মক একটি রোগে ভুগতেছি, শরীর থেকে রক্ত নির্গত হয় প্রতিনিয়ত এবংকি পাইলস সমস্যা'তো আছেই। জানি না আমার আইডল এই কবিতা পড়বে কিনা তবুও রয়ে গেল আকুল আবেদন।
Comments
Post a Comment