কবিতাঃ- হাড্ডিরত দেহ আমার।


লিখেছেনঃ- আমিনুল ইসলাম রিপন।

সময়কালঃ রাত ১০ঃ২৩ মিনিট
তারিখঃ- ১৫.০৭.২০২২ সাল

দূষিত ধৌয়া রক্ত সংবহনতন্ত্র মেলায়। অস্থিমজ্জায় শুধু টগবগ করে রক্তকণিকারা, মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে বিকটতম চিকিৎকার আমাকে হারায় আমার দেহের অস্তিত্ব হতে, কাপুরুষের মতো লেলিহান দাবালনের মতো জলছে হৃদপিন্ড কে দেখে এ দৃশ্য আমার দেহকোষ গুলো ছাড়া তারাও'ত ছন্নছাড়া আমাকে ছাড়া। 

দেহের মাঝে পুষেছি নরপশুকে অন্ধত্বের মতো ভালোবাসেছি আর ক্রমশ হিণমন্যকর হচ্ছি আমি জগতের সৃষ্টিলঙ্গে দেবতার ভালোবাসার স্পর্শলোকে। আমার দেহ জুড়ে কেহ নেই হাড্ডি-গুড্ডিতে ভরপুর নিঃশ্বাস নিতেও হয় যে আমার হেরফের কখনও কখনও কার্বন-ড্রাইঅক্সাইডকে অক্সিজেনের মিথস্ক্রিয়ায় স্নায়ুযুদ্ধে নিজেকে হারানো ভয় স্নায়ুকোষে রক্তের মিছিল বাঁচতে হবে যুদ্ধরত অকেজো কোষ থেকে বাঁচতে জীবন নিয়ে এ জীবন যেন হয় মহাকালের মহাকাব্যের মতন।

Comments