কবিতার নামঃ- স্বত্বাধিকারী।
লিখেছেনঃ- আমিনুল ইসলাম রিপন।
সময়ঃ- রাত ১২ঃ২৫ মিনিট।
তারিখঃ- ০৭.০১.২০২২ সাল।
তুমি অদৃশ্য মানব আমার দেহের ভালোবাসার মূর্চনার উৎপত্তির কারণ। তুমি অদ্ভুত লুকায়িত অন্ধকারচ্ছন্ন নগরীতে হাটতে গিয়ে বেওয়ারিশ উঠে যাওয়া পাখির মতন হঠাৎ করে আমায় ছুয়ে বসলে অরহস্যজনিত কারণে অবাক ও হতভম্ব করে দিলে আমায় অনায়াসে বিদ্যুৎ চমকানো স্রোতের মতন এযেন বিকটতম কম্পন হৃদ ভয়ে মরে আমার! আমি'ত নেই যেন আমার মাঝে মেঘেদের দেশে হারিয়ে গেছি অকাল বর্ষাতে! বৃষ্টি যে ঝরে বর্ষাতে ঋতুবিহীন অকাল সময়ে এযেন বর্ষা-প্লাবন তুমি যে আমার অসুস্থ স্বত্বার বেঁচে থাকার কারণ। তুমি কি হবে আমার বেঁচে থাকার স্বত্বাধিকারীর কারণ? যদি হও আমার তবে কেন এতো দূর লুকায়িত তুমি? এতো দূর থেকো না আর নয় কোন সংশয় তবুও কেন আমার নয়? হয়ে যাও আমার স্বত্বাধিকারীর অন্যতম ও অননমহান কারণ তুমি যে আমার। আর থেকো না তুমি অদৃশ্যময় নেমে আসো আমার প্রার্থনায় হয়ে যাও দীর্ঘস্থায়ীত্বময় আমার। ভালোবাসো আমায় ভালো থেকো তুমি স্রষ্টার কৃপনায়।
©কপিরাইট প্রযোজ্য নয়।
Comments
Post a Comment