লিরিক্সঃ- অস্তিত্বের মায়া।
লিখেছেনঃ- আমিনুল ইসলাম রিপন।
আমার এই অস্তিত্ব জুড়ে শূণ্যতার হাহাকার কোথায় মেলবে রক্তের মতো এই প্রাণ ভুগছি আমি রক্ত যুদ্ধে অস্থিমজ্জায় শুধু রক্ত শূণ্যতার হাহাকার, আর জীবন যুদ্ধের মতো অশান্তির যন্ত্রণাদায়ক এক বড়ড় হুংকার এর চেলেঞ্জিং বিষয়ে বড়ড় টান কে দেবে রক্তের মতো নতুন পূর্ণজন্মের মত এক নতুন জীবনের প্রতিদান৷ অস্তিত্বর মিছিলের যন্ত্রণা দায়ক বেদনার হাহাকার তাই আমরা বেঁধেছি রক্ত দিয়ে বাঁচাব প্রাণ মৃত্যুর মিছিল থামবে এবার যুদ্ধরত্ব অবস্থিতিত অজস্র প্রাণ।
খোলা আকাশ তবুও শ্বাস-প্রশ্বাস নিতে পারছি না আমি ক্রমশই দেখিছি শুধুই অন্ধকার! মাথার ভেতর শুধু মৃত্যুর মতো বিকটতম আত্ন-চিকিৎকার আর বাঁচার আকুতির শব্দ শুনতে পাই। নিজেকে হারানো ভয় আর আত্ন-চিকিৎকারে শ্যাযা-শয়ী হয়ে আমরা শুয়ে আছি হস্পিটালের ব্রেডে কে শোনাবে আমাকে নতুন জীবনের গান? তাই আমাদের সংগঠন অস্তিত্ব এবার বেঁচেছে নতুন একটি সংঘ যেখানে মেলবে রক্তের মতো শান্তিরপূর্ণ জীবনের নতুন প্রতিচ্ছবি মতো গান।
মন্তব্যঃ- এই লিরিক্সটি আমি ফেনীর একটি মানবিক সংগঠনকে দিয়েছি তাদের সংগঠন এর থীম সং হিসেবে ব্যবহার করার জন্য।
Comments
Post a Comment