কবিতাঃ- ভন্ড আবেগপ্লুত মুখোশ।
লিখেছেনঃ- আমিনুল ইসলাম রিপন।
সময়কালঃ- সকাল__১০ঃ২৭ মিনিট।
তারিখঃ- ২২.০৪.২০২২
আমি হারালে কেঁদো না আড়ালে, তোমাদের নষ্ট নোংরা মনস্ক কাঁদিয়ে মেরেছিলো আমাকে। আমি হারালে তাকিয়ে থেকো না আমার মৃত স্বত্বার দিকে আমার আত্না যে কষ্ট পাবে তোমাদের নোংরা দৃষ্টিতে, কারণ তোমারাই'ত মেরেছিলে আমাকে। আমি'ত চাইনি হারাতে আমার আমিকে। কেন তোমরা আজ আমাকে হারিয়ে নিঃস্ব? কোথায় ছিলে আমি যখন ছিলাম নিঃস্বঙ্গার অতল অসীম মহাসাগরের জলোরাশ্মির কঠিন ধারায়? কেন আমাকে ফিরে পেতে চাও, আমাকে আজ হারিয়ে? তোমরাই'ত বিদায় দিয়েছিলে আমাকে!
আজ কেন খুজে বেড়াচ্ছো আমাকে? ছেড়ে দাও আমাকে আমি ঘুমাব অঝোরে রাত্রি নিশিতে স্রষ্টার ভালোবাসায় বন্ধকর তোমাদের ভন্ড আবেগপ্লুত মুখোশ। দেহ থাকিতে দিও দাম রাত্রি নিশিতে হারিয়ে গেলে খুজো না তাকে দ্বিপ্রহরে। কারণ মানুষ যে পারে না মন ভাঙার তীব্র ব্যথার অনাকাঙ্ক্ষিত আচরণ তোমাদের থেকে। তাই দেহ থাকিতে দিও দাম রাত্রি নিশিতে বাঁচবে প্রাণ মানবে মন তোমার স্নেহতলে।
Comments
Post a Comment